ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

৮ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

৮ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রবিবর সকালের আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে, কারণ তাৎক্ষণিক ঝড়ো হাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার যে পূর্বাভাসে বলা হয়েছে— সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাতের ধারা শুধু আজ নয়, সারা সপ্তাহজুড়েই থাকতে পারে।