ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির এবার আলোচনায় এলেন এক নতুন সিদ্ধান্তে। এবার দেশ ছাড়ার কথা জানালেন তিনি।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘আমার আরো বড় হওয়ার শখ। আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরো বড় হব ইনশাল্লাহ।’
সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এই দেশে থাকি। যেদিন থাকব না, সেদিন আর কিছু বলার অধিকার থাকবে না। তখন দেশের বিষয়ে কিছু বলবও না।’
দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব—এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। অনেক আগেই বলেছি, যখন সব শখ–স্বপ্ন পূরণ হবে, তখন আমি বাইরে চলে যাব।’
তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন—বিদেশে গিয়েও যদি দেশের জন্য কিছু করার সুযোগ আসে, সেটি তিনি হাতছাড়া করবেন না।