ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

সংগৃহীত ছবি

রাশিয়ার সাথে সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন। একের পর এক রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এরই মধ্যে রোববার পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে রুশ হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) নামের এই সামরিক ঘাঁটিতে রুশ সেনারা ৩০টি রকেট নিক্ষেপ করেছে।

হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর ওই সামরিক ঘাঁটিতে ১৯টি অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছেন তিনি।

এমএস