ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এতক্ষণ লিটন ও মুশফিকের ব্যাটে ঝড় দেখছিল ভক্তরা। তাদের ব্যাটং তান্ডবে সস্তি পাচ্ছিলনা মুজিব-রশিদ খানরা। এমন সময় ফরিদ আহমেদ বিপদ ডেকে আনলেন বল হাতে। তার চমৎকার বলে লিটন সাজঘরে ফিরেন। যাবার আগে ব্যাট হাতে ঝড় তুলে ২ছক্কা ও১৬ চারের সাহায্যে ১২৬ বলে ১৩৬ রান করেন। দ্রুত রান তুলতে গিয়ে পরের বলেই বিদায় নেন মুশফিক। ফরিদের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মুশি। তারা দুজন ১৮৮বলে ২০২রানের জুটি গড়ে আউট হন। মুশফিক আউট হন ৮৬রান তুলে।
এদিকে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটনের সামনে পাত্তা পাচ্ছে না রশিদ-মুজিবরা। তাদের পাড়া-মহল্লার বলার এ পরিণত করেছেন টাইগার এই ওপেনার। আফগান বোলারদের পিটিয়ে তুলাধুনা করে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। এটি তার ক্যারিয়ারে পঞ্চম শতক।
তিনি রশিদ খানের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন। সে সময় গ্যালারিতে বসে তাকে অভিনন্দন জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে দলীয় ৩৮রানে অধিনায়ক তামিম আউট হলে হাল ধরেন লিটন-সাকিব। তাদের ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু রশিদ খান নিজের দ্বিতীয় ওভারে সাকিবকে আউট করেন। তিনি ৩৬ বলে ৩০ রান করেন।
এমএস