ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ২৬ শাওয়াল ১৪৪৫

আবহাওয়া

 আবহাওয়া

গ্লোবাল টিভি ছবি

আজ সোমবার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পেতে পারে।

জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

গতকালের তাপমাত্রা 
সর্বোচ্চ : ঢাকা ৩৮.২ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৫ ডিগ্রি সে.। রাজশাহী ৪১.৫ ডিগ্রি সে.। রংপুর ৩৬.৫ ডিগ্রি সে.। খুলনা ৩৯.২ ডিগ্রি সে.। বরিশাল ৩৬.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৭.৮ ডিগ্রি সে.। সিলেট ৩৩.২ ডিগ্রি সে.।

সর্বনিম্ন : ঢাকা ২৯.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.০ ডিগ্রি সে.। রাজশাহী ২৬.২ ডিগ্রি সে.। রংপুর ২২.৩ ডিগ্রি সে.। খুলনা ২৮.২ ডিগ্রি সে.। বরিশাল ২৮.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৬ ডিগ্রি সে.। সিলেট ২৩.৯ ডিগ্রি সে.।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর।