ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ১৮ শাওয়াল ১৪৪৫

ভারতীয় পণ্য যারা বর্জন করবে, জনগণ তাদের বর্জন করবে: কাদের

ভারতীয় পণ্য যারা বর্জন করবে, জনগণ তাদের বর্জন করবে: কাদের

গ্লোবাল টিভি ছবি

শাহরিয়ার বাঁধন: বিএনপি দেউলিয়া আর বেপরোয়া হয়ে প্রতিবেশী রাষ্ট্রকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করছে, এটা পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বিএনপির এমন আচরণে ভারতের সাথে এদেশের সম্পর্কের কোনো ঘাটতি হবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য যারা বয়কট করবে, এদেশের মানুষও বয়কট করবে।

শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটা দল কতটা দেউলিয়া আর বেপরোয়া হলে প্রতিবেশী রাষ্ট্রকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করতে পারে। এটা পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড ছাড়া কিছু নয়। নির্বাচনে না আসার ভুলের খেসারত দিতে গিয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছে বিএনপি। এমন আচরণে ভারতের সাথে এদেশের সম্পর্কের কোনো ঘাটতি হবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, মির্জা ফখরুলসহ বিএনপির প্রায় সব নেতারাই জেল থেকে বেরিয়েছে, তারপরও তাদের বিবৃতির শেষ নেই।