ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ২৪ শাওয়াল ১৪৪৫

নোয়াখালী পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নোয়াখালী পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৩৪ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম বলেন, প্রতিটি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, পুলিশের ৪ টি মোবাইল টিম, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, বিগত কয়েকটি নির্বাচনের মতো নোয়াখালী পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন।

এএইচ