- বসুরহাটে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন ভোটাররা : কাদের
- আবারো দাগনভূঞার মেয়র হলেন ফারুক
- বসুরহাটে মেয়র পদে কাদের মির্জা পুনরায় নির্বাচিত
- শেষ হলো দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভার ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর বসুরহাটে ভোটগ্রহণ চলছে
- বসুরহাটে সবার আগে ভোট দিয়ে যা বললেন কাদের মির্জা
- দ্বিতীয় ধাপে দেশের ৬০ পৌরসভায় ভোটগ্রহণ শুরু
পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান
গ্লোবালটিভিবিডি ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

ছবি সংগৃহীত
৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় আজ পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান। শুক্রবার (২৭ নভেম্বর) ‘টু-ডি’ নামে স্প্যানটি ১০ ও ১১ নম্বর পিলারের উপর বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্প্যানটি নির্দিষ্ট পিলারের ওপর বসানো শেষ হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি পিলারের কাছে নেয়া হয়।
৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসেছে। এই স্প্যানটি বসানোর মাধ্যমে বাকি থাকবে আর দুইটি স্প্যান। ডিসেম্বর মাসে ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিলারে ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৩৮টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার অংশ। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।
মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর ২০২১ সালে খুলে দেয়া হবে।
এমএস
আরও খবর :
