- সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত
- রূপগঞ্জে বিস্কুট ও সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
- ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারী আটক
- বগুড়ায় বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
- সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন
- বাঘাইছড়িতে উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে হত্যা
ঠাকুরগাঁওয়ে আমন ধানে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
গ্লোবালটিভিবিডি ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

ছবি- গ্লোবালটিভি
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত কয়েক দিনের টানা বৃষ্টির পর এবার নতুন করে কৃষকের ফসলে হানা দিয়েছে ইঁদুর। এই সময়ে আমন খেতে পাতা ঝলসানো রোগসহ বিভিন্ন রোগের পাশাপাশি ইঁদুরের উপদ্রবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। এ দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব আহমেদ জানিয়েছেন, কৃষকদের নিয়ে সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা হিসেবে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। এর পরও ইঁদুরের উপদ্রব থেকে প্রতিকার পাননি। কৃষকরা এখন শঙ্কিত ফসল ঘরে তোলা নিয়ে।
সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার শাহিনুর আলম বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পর ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। পাশের গ্রামের জগন্নাথপুর এলাকার কৃষক ইদ্রিস আলী জানান, ইঁদুরের এমন উপদ্রব জীবনেও দেখিনি। ঘরে-বাইরে সমান তালে ক্ষতি করছে। ধানের গোছা বের হওয়ার আগেই গাছ নষ্ট করে দিয়েছে। জমিতে গেলে হতাশ হয়ে ফিরতে হয়। বাজারের ওষুধেও কাজ হচ্ছে না।
ঠাকুরগাঁওয়ের কৃষি উপ-সহকারী উজ্জ্বল হোসেন জানান, কৃষকদের জমিতে আগাছা পরিষ্কার ও টিন বা এ জাতীয় মাধ্যম দিয়ে শব্দের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে।
আরকে/জেইউ
আরও খবর :
