আজকের আবহাওয়া
গ্লোবালটিভিবিডি ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

ফাইল ছবি
আজ বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা-গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ২৯.৪ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৫ ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৮ ডিগ্রি সে.। রংপুর ২৬.৮ ডিগ্রি সে.। খুলনা ৩০.৫ ডিগ্রি সে.। বরিশাল ৩০.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.০ ডিগ্রি সে.। সিলেট ২৯.০ ডিগ্রি সে.।
সর্বনিম্ন : ঢাকা ১৭.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ১৬.০ ডিগ্রি সে.। রাজশাহী ১৫.৬ ডিগ্রি সে.। রংপুর ১৬.৪ ডিগ্রি সে.। খুলনা ১৭.৫ ডিগ্রি সে.। বরিশাল ১৪.৯ ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৫.৪ ডিগ্রি সে.। সিলেট ১৫.৫ ডিগ্রি সে.।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর।
এএইচ/জেইউ
আরও পড়ুন
আরও খবর :
