- সৌদি প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা
- সোমবার থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাজ্যের
- ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে হাইকোর্টে রিট
- সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধি-নিষেধ সরকারের
- বিদেশ গমনেচ্ছুদের সরকারি ল্যাবে করোনা পরীক্ষার ফি কমলো
- বাংলাদেশ বিমানে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইরানে তুষার ঝড়ে ১০ পর্বতারোহী নিহত
বিমানের কলকাতা ফ্লাইট স্থগিত
গ্লোবালটিভিবিডি ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ০৯, ২০২০

ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।'
এর আগে, গত ২৮ অক্টোবর থেকে 'এয়ার বাবল' প্যাকেজ চুক্তির আওতায় ভারতের তিনটি রুটে ফ্লাইট চালু করে বিমান। রুটগুলো হলো, ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট। এছাড়া, ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে, অনুমতি পেলেও এখনো ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।
এয়ারবাবল চুক্তির অধীনে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
বর্তমানে বাংলাদেশি যাত্রীরা বিজনেস (ব্যবসায়িক ভিসা), মেডিক্যাল/মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসা, স্টুডেন্ট (শিক্ষার্থী ভিসা), রিসার্চ (গবেষণা), কনফারেন্স (সম্মেলন ভিসা), এমপ্লয়মেন্ট (কর্মসংস্থান ভিসা), ট্রেনিং (প্রশিক্ষণ) ভিসায় দেশটিতে যেতে পারলেও পর্যটক বা ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত।
এএইচ/জেইউ
আরও খবর :
