- আগামীতে বিদেশে যেতে লাগবে ‘ডিজিটাল টিকা পাসপোর্ট’!
- সৌদি প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা
- সোমবার থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাজ্যের
- ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে হাইকোর্টে রিট
- সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধি-নিষেধ সরকারের
- বিদেশ গমনেচ্ছুদের সরকারি ল্যাবে করোনা পরীক্ষার ফি কমলো
- বাংলাদেশ বিমানে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাতারগুল প্রবেশে সরকারের ফি নির্ধারণ
গ্লোবালটিভিবিডি ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ০২, ২০২০

ফাইল ছবি
দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে সরকারকে ফি দিতে হবে।
সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন রাতারগুলে প্রবেশের ফি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্র ধারী ছাত্রছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। আর বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা। প্রতিদিনের ফিল্মমিং ফি (প্রতি ক্যামেরা) ১০ হাজার টাকা। দেশি দর্শনার্থীদের প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আর বিদেশিদের দিতে হবে ১০০০ টাকা।
এছাড়া বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি/মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা দিতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ ফি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এমএস/জেইউ
আরও খবর :
