- আগামীতে বিদেশে যেতে লাগবে ‘ডিজিটাল টিকা পাসপোর্ট’!
- সৌদি প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা
- সোমবার থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাজ্যের
- ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে হাইকোর্টে রিট
- সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধি-নিষেধ সরকারের
- বিদেশ গমনেচ্ছুদের সরকারি ল্যাবে করোনা পরীক্ষার ফি কমলো
- বাংলাদেশ বিমানে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু
গ্লোবালটিভিবিডি ১০:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ-ভারতের মধ্যকার এয়ার বাবল ফ্লাইট শুরু হয়েছে। আজ (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত মার্চ মাসে দুই দেশের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
এএইচ/জেইউ
আরও খবর :
