- ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা
- অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারালো চেলসি
- দেশের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগ ছাড়লেন গেইল
- ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের
- মেসি নয়, ম্যানসিটির প্রয়োজন হালান্দ : জার্মেইন জেনাস
- নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দলে এক নতুন মুখ
- সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি, চাইলে পাবে মোস্তাফিজও
দেশের খেলা ফেলে আইপিএলে যাবো না: মুস্তাফিজ
গ্লোবালটিভিবিডি ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

ফাইল ছবি
মুস্তাফিজুর রহমান টেস্ট দলে জায়গা এখনো পাকা করতে পারেননি। তারপরও তাঁর কাছে দেশই সবকিছুর আগে। 'দ্য ফিজ' খ্যাত এই পেসার আজ বিসিবি একাডেমিতে সাংবাদিকদের বলেন, 'সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি, তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।'
২৫ বছর বয়সী এ বাঁ হাতি পেসারের বক্তব্য, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সিদ্ধান্ত তিনি বিসিবির ওপরেই ছেড়ে দেবেন। বিসিবি চাইলে যাবেন, না চাইলে যাবেন না।
মুস্তাফিজের ভাষায়, 'যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে, আমি সেটা করব। বিসিবি চাইলে (শ্রীলঙ্কা যেতে) রাজি না হওয়ার তো কিছু নাই। দেশের খেলা বা আইপিএলে খেলা- এ বিষয়ে অন্য কোন চাপ নেই।'
এএইচ/জেইউ
আরও খবর :
