- ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা
- অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারালো চেলসি
- দেশের খেলা ফেলে আইপিএলে যাবো না: মুস্তাফিজ
- দেশের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগ ছাড়লেন গেইল
- ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের
- মেসি নয়, ম্যানসিটির প্রয়োজন হালান্দ : জার্মেইন জেনাস
- নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দলে এক নতুন মুখ
করোনায় আক্রান্ত পিএসজির কোচ
গ্লোবালটিভিবিডি ১০:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। যার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আসন্ন দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
টটেনহামের সাবেক ৪৮ বছর বয়সী কোচ পিএসজির দায়িত্ব নেন চলতি মাসের শুরুতে। দায়িত্ব নেয়ার মাত্র ১১ দিনে তৃতীয় ম্যাচেই ফরাসি জায়ান্টদের শিরোপা এনে দেন তিনি। গত বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতেছে পিএসজি।
লিগ ওয়ানে শনিবার দিবাগত রাতে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবেন নেইমার-এমবাপ্পেরা।
পিএসজি এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তাঁর পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো।
এস্পানিওল ও আর্জেন্টিনার সাবেক সেন্টার-ব্যাক খেলোয়াড়ী জীবনে ২ বছর পিএসজিতেও খেলেছেন। এস্পানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর সাউদাম্পটন ও টটেনহামের দায়িত্ব পালন করেন। প্যারিস থেকে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে দায়িত্ব নেন পচেত্তিনো।
এএইচ/জেইউ
আরও খবর :
