হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে জায়গা পেলেন সাকিব
গ্লোবালটিভিবিডি ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের বাছাইকৃত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের। তার কোচিংয়ে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশের উত্থানেও বড় অবদান রয়েছে তাঁর।
হোয়াটমোর যেসব দলের হয়ে খেলেছেন বা কোচিং করিয়েছেন সেই দলগুলো থেকে নিজের সেরা একাদশ বাছাই করেছেন তিনি।
দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে হোয়াটমোর নিজের একাদশ প্রকাশ করেন। একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে।
হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ: সনাথ জয়সুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।
এএইচ/জেইউ
আরও খবর :
