ম্যারাডোনাকে গোল উৎসর্গ করতে গিয়ে হলুদ কার্ড পেলেন মেসি
গ্লোবালটিভিবিডি ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

ছবি- সংগৃহীত
গত ২৫ নভেম্বর রাতে পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি জমান দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। তাঁর মৃত্যুতে কেঁদেছে গোটা ফুটবল দুনিয়া। ম্যারাডোনার ঘোর শত্রুরাও তাঁর মৃত্যুতে কেঁদেছিলেন সেদিন।
সেখানে লিওনেল মেসিরা তো তাঁর শিষ্য। যার খেলা দেখে বড় হয়েছেন মেসিরা সেই ম্যারাডোনার প্রস্থানে তো তাঁদেরই খারাপ লাগাটা বেশি।
রোববার রাতে বার্সা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বার্সার হয়ে একটি করে গোল করেন মার্টিন ব্র্যাথওয়েট, আঁতোয়ান গ্রিজম্যান, ফিলিপ কৌতিনহো ও লিওনেল মেসি।
মেসি গোলটা করেই বার্সার জার্সি বদলে নিওয়েলস ওল্ড বয়েজের জার্সি গায়ে দু’হাত উঁচুতে তুলে ধরেন। বুঝতে আর বাকি থাকে না, মেসির গোলটা কাকে উৎসর্গ করলেন।
কেননা, নিওয়েলস ওল্ড বয়েজের হয়েই ম্যারাডোনা খেলেছিলেন ১৯৮২-৮৪ পর্যন্ত।
ম্যারাডোনাকে সম্মান জানানোতে কারো আপত্তি না থাকলেও নিয়মের বাইরে যাওয়ায় এদিন হলুদ কার্ড পেতে হয় মেসিকে। কারণটা হলো উদযাপনে জার্সি খুলতে নিষেধ আছে ফিফার।
আরকে/জেইউ
আরও খবর :
