- আ স ম আবদুর রবের যে বিবৃতি শেয়ার করেছেন সোহেল তাজ
- প্রতিবন্ধী নারীকে বাস থেকে ধাক্কা : বাসচালক-হেলপার গ্রেফতার
- এক টুইটের কারণেই ১৫ বিলিয়ন হারালেন এক শীর্ষ ধনী
- আল জাজিরার তথ্যচিত্র সরাতে রাজি হয়েছে ফেসবুক: মোস্তফা জব্বার
- অস্ট্রেলিয়ায় খবর প্রচার বন্ধ করলো ফেসবুক
- এবার স্মার্ট ওয়াচ তৈরি করতে যাচ্ছে ফেসবুক
- রিসোর্টে গোপন ক্যামেরায় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও: ম্যানেজারসহ আটক ২
মিয়ানমারে টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ
গ্লোবালটিভিবিডি ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৬, ২০২১

ছবিঃ সংগৃহীত
মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞার অংশ হিসেবে এবং দেশব্যাপী প্রতিবাদ ঠেকাতে ফেসবুকের পর এবার টুইটার এবং ইনস্টাগ্রামও বন্ধ করে দিয়েছে দেশটির ক্ষমতা নেয়া সামরিক জান্তা।
ফেসবুক এবং এ সম্পর্কিত অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ছাড়াও দেশটির সামরিক সরকার শুক্রবার কমিউনিকেশন অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু মানুষ ‘ফেক নিউজ’ ছড়িয়ে দেয়ার জন্য এই প্ল্যাটফর্ম দুইটি ব্যবহার করার চেষ্টা করছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা থেকে মিয়ানমারে টুইটার পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যা পর্যবেক্ষণকারী সাইট নেটব্লকস। এর আগেই বন্ধ করা হয় ইনস্টাগ্রাম।
এক বিবৃতিতে, মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার আদেশের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ এবং ‘সরকার-নেতৃত্বাধীন ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধের বিরোধিতা করার’ প্রতিশ্রুতি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
এমএস/জেইউ
আরও খবর :
