- অস্ট্রেলিয়ায় খবর প্রচার বন্ধ করলো ফেসবুক
- এবার স্মার্ট ওয়াচ তৈরি করতে যাচ্ছে ফেসবুক
- আজ ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন
- ইউরোপীয় দেশগুলোর অনুকরণেই ডিজিটাল নিরাপত্তা আইন: জয়
- বিশ্বে মোবাইল ইন্টারনেটের নিম্ন গতিতে বাংলাদেশ পঞ্চম
- আজ এইচএসসি পরীক্ষার ফল: অনলাইনে যেভাবে জানা যাবে
- বৈজ্ঞানিক গবেষণায় আইপিডিআইয়ের যাত্রা শুরু
মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে: জয়
গ্লোবালটিভিবিডি ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, একাত্তরের জামায়াতে ইসলামের মতো করে এখন হেফাজতে ইসলাম নতুন রাজাকার হয়ে উঠছে। তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙে স্বাধীনতার চেতনার ওপর হামলা করেছে। স্বাধীনতার চেতনার ওপর যারা হামলা করবে তাদের রাজাকারদের মতো বিচার করা হবে। মৌলবাদী শক্তি, স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে।
শনিবার রাতে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তারা সাহস করেছে জাতির পিতার মূর্তি ভাঙার। তাদের এই সাহস! জাতির জনকের মূর্তির ওপর হামলা করাটা কী? এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা। আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা কারা করেছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে। তাদেরকে আমরা কী বলি? তাদেকে আমরা কী ডাকি, তাদেরকে আমরা রাজাকার ডাকি। একাত্তরে ছিল জামায়াত আর এখন হেফাজতও সেই নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছি, করে ফেলেছি। তবে এখানে দুঃখের বিষয়, একটি সতর্কতায় আমি শেষ করতে চাই, সেটা হল যে, এক শ্রেণি আছে আমাদের দেশে তারা ইতিমধ্যে খুব মাথা উঁচু করেছে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টায়।’
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, 'আমাদের যেখানে থ্রি-জি ছিল না সেখানে আমরা এখন ফোর-জি চালু করে দিয়েছি সারা দেশে। আগামী বছরের মধ্যে আমাদের স্বপ্ন হচ্ছে ফাইভ-জি চালু করা।'
এর আগে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়েবিনারটিতে সভাপতিত্ব করেন।
এএইচ/জেইউ
আরও খবর :
