তাহমিনা বেগমের কবিতা প্রিয়তম পিঁয়াজ
গ্লোবালটিভিবিডি ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

ফাইল ছবি
প্রিয়তম পিঁয়াজ
হৃদয়ে আজ গভীর অসুখ
ফিরিয়ে দাও আমার সব সুখ
কতোদিন ধরে দিচ্ছ যন্ত্রণা
যতোই চাইছি তোমায় ফিরে পাবার মন্ত্রণা
তুমি কেবলই অধরা হচ্ছো
স্বপ্নেই বেঁচে আছো।
কতোটা আর প্রতীক্ষায় থাকবো
তোমাকেই শুধু জপে যাবো?
জীবন হয়ে গেছে দুর্বিষহ
আঁধারে ঢেকে গেছে সব
হয়ে আছি যেন জ্যান্ত শব।
কতো ভাবে তোমাকে চেয়েছি
আগে তো না চাইলেও পেয়েছি
কাঁদতে না চাইলেও কাঁদাতে
যখনই যেতাম তোমাকে ধরতে
তুমি পণ করে কাঁদিয়েই ছাড়তে।
আজ কেন এতো বিষাদে রেখেছ
ঝাঁঝ ছেড়ে পালিয়েছ
রেখেছ করে নিস্তেজ
কেন নেই আগের তেজ?
ওগো প্রিয়তম ফিরে এসো সগৌরবে।
কাঁদাও আমায় আগেরই মতো
অতি আগ্রহে বসে আছি
কাম, বাসনা নিয়ে
তুমি আসবে বলে
হারিয়ে যাওয়া প্রিয়তম আজ
চলে আসো নিয়ে তোমার ঝাঁঝ।
এএইচ/এমএস
আরও খবর :
