মোল্লা তারেকুজ্জামান তারেকের ছড়া ‘পেঁয়াজ-কর্ণফুলির তীরে’
গ্লোবালটিভিবিডি ১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

পেঁয়াজ-কর্ণফুলির তীরে
কর্ণফুলির তীরে দেখি
লক্ষ কোটি পেঁয়াজ
এতোদিন আটকে রেখে
ফেললো শেষে আজ!
অধিক দামে অধিক লাভে
বিক্রি করার আশায়
মেতেছিলো ব্যবসায়ী সব
দারুণ তামাশায়!
পচে গিয়ে বেশ হয়েছে
দিচ্ছে এখন ফেলে
জনগণ খুশি হবে
ওরা জেলে গেলে।
কিন্তু তারা করলো কি
যাদের দেখার কথা
ক্রেতা সবে ঠকবে শুধু
নিয়ে মনে ব্যাথা?
এমটিটি/এমএস
আরও খবর :
