আতিক হেলালের ছড়া ‘রোজা’
গ্লোবালটিভিবিডি ১:৫৩ অপরাহ্ণ, মে ০৬, ২০১৯

রোজা
আতিক হেলাল
রোজা আনে আমাদের
দেহ-মনে শুদ্ধি
এ কথাটা বোঝে না যে
তার নাই বুদ্ধি।
রোজা রেখে দিনে হয়
সামান্য কষ্ট
তাই বলে এ সুযোগ
করবো না নষ্ট।
রোজা মানে ধনী আর
দরিদ্রে সাম্য
রমজানে ভেদাভেদ
ভোলাটাই কাম্য।
রোজার এই শিক্ষাটা
চাই সারা বর্ষ
আজীবন থাকে যেন
রোজার উৎকর্ষ।
আরও খবর :
