রেজা মতিনের কবিতা- বিজয়ের কথা
গ্লোবালটিভিবিডি ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

রেজা মতিনের কবিতা- বিজয়ের কথা
বিজয়ের কথা
-রেজা মতিন
দেখো না শিশির ভেজা সকাল
সিঁদুর সিঁথিতে পড়ছে,
পুষ্পিত স্মৃতিসৌধ যেন
বিজয়ের কথা বলছে।
মাতৃভুমির স্বাধীনতায়
দিয়ে গেছে যারা প্রাণ,
বুকের রক্ত ঢেলে আজ তবে
গাইবো তাদেরই গান।
এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে
ক্লান্ত শিশুর দল,
শহীদ মিনারে চল,
যেথায় ভাষাসৈনিকেরা সব
ঘুমের করেছে ছল।
লেখক পরিচিতি: নজরুল সঙ্গীতশিল্পী
এসএনএ
আরও খবর :
