- বিএনপির উসকানিতে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা তৈরি হয়েছে: কাদের
- প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন স্থগিত করল ইসি
- আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন : কাদের
- করোনা নয়, বিএনপিকে দমন করতে মরিয়া সরকার: ফখরুল
- বিএনপি ধান ভানতে শীবের গীত গাইছে: কাদের
- করোনা মোকাবেলায় সরকারের হ-য-ব-র-ল অবস্থা: বিএনপি
- সাম্প্রদায়িক সহিংসতায় উসকানিদাতাদের তালিকা করুন: কাদের
আওয়ামী লীগের কার্যালয় ছাড়লেন কাদের মির্জা
গ্লোবালটিভিবিডি ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১

ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় ছেড়েছেন আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। একই সঙ্গে ওই কার্যালয়ে থাকা তাঁর ব্যক্তিগত কাগজপত্রসহ সেখানে থাকা আসবাবও সরিয়ে নিয়েছেন তিনি।
সোমবার দুপুরে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের মালপত্র তিনি পাশের একটি ভবনে নিজের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গেছেন।
এ প্রসঙ্গে আবদুল কাদের মির্জা বলেন, ‘ওই কার্যালয়টি ঘরের মালিকদের বুঝিয়ে দিয়েছি। এখন থেকে আমি বসুরহাট রূপালী চত্বরে আলেয়া টাওয়ারে ব্যক্তিগত কার্যালয়ে বসব। তাই আমার কেনা মালপত্র নিয়ে এসেছি।’
তিনি আরো বলেন, ‘অপরাজনীতির সঙ্গে আমি নেই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় কোথায় হবে তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।’
এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। এই মালপত্র পদ্মা লাইফ ইনস্যুরেন্স থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নামে কেনা হয়েছে। উনি (কাদের মির্জা) আওয়ামী লীগের কার্যালয়ের মালপত্র ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যেতে পারেন না।’
এএইচ/জেইউ
আরও খবর :
