তাহমিনা বেগমের কবিতা ‘অপেক্ষা’
গ্লোবালটিভিবিডি ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

ফাইল-ছবি
অপেক্ষা
তাহমিনা বেগম
কতো যুগ, বলতে পারো কতো যুগ!
তোমার সাথে দেখা হয়েছে?
বড্ড সাধ হয়, মন ভরে দেখি তোমায়
ইচ্ছে ডানা ঝটপট করে
বলো তো, আর কতো এভাবে চলে?
অথচ দেখো, আমাদের ফেলে আসা অতীত
কী সোনালী ছিল! বর্ণাঢ্য, রঙিন
কেন সবকিছু এখন এলোমেলো সঙ্গিন!
ভাবো?একবারের জন্যেও
এখন আমি দেখতে কেমন?
তুমিই বা কেমন হয়েছ?
আগের মতো ফিটফাট আছো তো
নাকি অগোছালো এলোমেলো?
আগের মত কেউ কি তোমার চুল এলোমেলো করে দেয়?
টাইয়ের নট টেনে ঢিলে করে?
তুমি ভান করতে, রেগে গেছ
আমি জানতাম, মনে মনে তুমি খুশি হয়েছ
তুমি রাগের ভানে আমার বিনুনি টেনে দিতে
এক ঝটকায় বুকে টেনে নিতে
তপ্ত অধর আর ভারী নিঃশ্বাসে দম বন্ধ হবার উপক্রম।
সময় বড়ই নিষ্ঠুর
তাই আজ তুমি বহুদূর
জানি না এ জীবনে আর তোমার মুখদর্শন হবে কি-না
ইচ্ছাদের সমর্পণ করেছি নিয়তির কাছে
এখন শুধু সময়ের প্রতীক্ষা।
হয়তো দেখা হবে, হয়তো বা না
জানি না তোমার কি আসে যায়?
আমি আছি সেদিনের অপেক্ষায়
দেখি নিয়তির কি চাল?
আমি অপেক্ষায় আছি, থাকবো অনন্তকাল।।

তাহমিনা বেগম
কতো যুগ, বলতে পারো কতো যুগ!
তোমার সাথে দেখা হয়েছে?
বড্ড সাধ হয়, মন ভরে দেখি তোমায়
ইচ্ছে ডানা ঝটপট করে
বলো তো, আর কতো এভাবে চলে?
অথচ দেখো, আমাদের ফেলে আসা অতীত
কী সোনালী ছিল! বর্ণাঢ্য, রঙিন
কেন সবকিছু এখন এলোমেলো সঙ্গিন!
ভাবো?একবারের জন্যেও
এখন আমি দেখতে কেমন?
তুমিই বা কেমন হয়েছ?
আগের মতো ফিটফাট আছো তো
নাকি অগোছালো এলোমেলো?
আগের মত কেউ কি তোমার চুল এলোমেলো করে দেয়?
টাইয়ের নট টেনে ঢিলে করে?
তুমি ভান করতে, রেগে গেছ
আমি জানতাম, মনে মনে তুমি খুশি হয়েছ
তুমি রাগের ভানে আমার বিনুনি টেনে দিতে
এক ঝটকায় বুকে টেনে নিতে
তপ্ত অধর আর ভারী নিঃশ্বাসে দম বন্ধ হবার উপক্রম।
সময় বড়ই নিষ্ঠুর
তাই আজ তুমি বহুদূর
জানি না এ জীবনে আর তোমার মুখদর্শন হবে কি-না
ইচ্ছাদের সমর্পণ করেছি নিয়তির কাছে
এখন শুধু সময়ের প্রতীক্ষা।
হয়তো দেখা হবে, হয়তো বা না
জানি না তোমার কি আসে যায়?
আমি আছি সেদিনের অপেক্ষায়
দেখি নিয়তির কি চাল?
আমি অপেক্ষায় আছি, থাকবো অনন্তকাল।।

আরও খবর :
