শফিকুর রহমান শান্তনু-এর কবিতা 'প্রতিটি মানুষ আজীবন একটা ঠিকানা খোঁজে’
গ্লোবালটিভিবিডি ১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

প্রতিটি মানুষ আজীবন একটা ঠিকানা খোঁজে
প্রতিটি মানুষ আজীবন একটা ঠিকানা খোঁজে
যে ঠিকানায় সে চিঠি লিখবে।
যেখানে ওপাশ থেকে দরজা বন্ধ থাকলেও
কড়া নাড়ার নির্দিষ্ট ইশারায়
খুলে যাবে কপাট।
ঝুম বৃষ্টির পরে যে স্নিগ্ধ হাওয়া হিম করে রাখে
বুকের মলাট,
তেমনি এক সুবাসিত বাতাস ছুঁয়ে যাবে ভেতরে এলেই।
পাহাড়ি জলপ্রপাতের মূর্ছনা সেই ঠিকানার জাতীয় সঙ্গীত।
সেখানে প্রিয় মানুষটির হাত ধরে তির তির বয়ে চলা নদী ঘাটে
পা ডুবিয়ে বসে থাকা যায় অনন্ত বিকেল।
সেখানে চাইলেই মেলে মায়ের হাতের গরম ভাত।
ঘুমের ওষুধ খেয়ে ভুলতে হয় না ব্যর্থতার গ্লানি।
ঘরে ফেরার অনিশ্চয়তায় কাটাতে হয় না নির্ঘুম প্রহর।
অপ্রত্যাশিত আনন্দে চিক চিক করে ওঠা চোখের পানি
যেখানে হিরের চেয়ে দামি!
প্রতিটি জীবন কেটে যায় কেবলই
এমন একটি ঠিকানার খোঁজে,
হাজার ঠিকানার আবর্তে যা বারবার
হারিয়ে যেতে চায় অজান্তে।
দম বন্ধের দূষিত শহরে সেই ঠিকানাটাই
নাটাই ছেঁড়া ঘুড়ির মতো ভাসমান দিকশূন্য ।
এমএস
আরও খবর :
