ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

সিরিজ বাঁচানোর ম্যাচে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালের পর আবারও প্রথম ম‍্যাচে হেরে পিছিয়ে পড়েছে তারা। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের সামনে। নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে অনেক দিন ধরেই ছন্দে নেই বাংলাদেশ।  এবার প্রথম ম‍্যাচে হেরেছে ৫ উইকেটে। অসংখ‍্য ডট বল খেলে নিজেদের চাপে ফেলা দেওয়া দলটি শেষের ব‍্যাটিং ধসে পায়নি লড়াইয়ের পুঁজি। স্পিনারদের জন‍্য যথেষ্ট সহায়তা থাকলেও মাত্র দুই জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। একাদশে রাখেনি পেসার মুস্তাফিজুর রহমানকে, যিনি এই উইকেটে হতে পারতেন বড় অস্ত্র। 

 সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ‍্যা ৬টায়। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ব‍্যাটিং। এবার টস জিতে সেই একই সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশামউল্লাহ শাহিদি। টসের সময় মিরাজ বললেন, টস জিতলে এই ম‍্যাচেও আগে ব‍্যাটিং নিতেন তিনি। শিশির পড়ায় এই উইকেটে ২৫০ রান পর্যন্ত তাড়া করা সম্ভব বলে মনে হচ্ছে তার। 

একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অনুমিতভাবেই স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে ফিরিয়েছে অভিজ্ঞ মুস্তাফিজকে। এই ধরনের উইকেটে যিনি গড়ে দিতে পারেন ব‍্যবধান।

  • বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

  • আফগানিস্তান একাদশ

রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।