গ্লোবাল টিভি ছবি
সোহেল রানা, নীলফামারী : নীলফামারীতে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প মেলা জমে উঠেছে। জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের লেপ্রসি মিশন, ডেনিস সংলগ্ন নটখানা মাঠে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, এপিপি মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।
‘তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর পক্ষে আবু তাহের জানান, মেলায় স্থানীয়ভাবে তৈরীকৃত হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও সোঁনালী আঁশ পাটের সামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পপণ্য প্রদর্শন ও পরিবেশনের (বিক্রির) জন্য শতাধিক স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিণোদনের জন্য বিভিন্ন রাইডস্ রয়েছে। এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রর্দশনের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন।
সন্ধ্যার পরে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সংঙ্গীত পরিবেশনা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক আনিছুর রহমান আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রমুখ।