গ্লোবাল টিভি ছবি
মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের স্থানীয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুর-এর সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে পত্রিকাটি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় মুন্সিগঞ্জের জুুলাই শহিদ পরিবার ও আহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গত বছরের ৫ আগস্ট ঢাকায় নিহত মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ছাত্রদল নেতা মানিক মিয়া শারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম মোল্লা, নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা বেগম, নানী শেফালি বেগম, খালু মো. কামাল কাজী, রিয়াজুল ফরাজীর বড় মেয়ে রিয়া মনি। জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, নাজমুল হাসান শাওন, সীমান্ত হাসান প্রমুখ।
প্রসঙ্গত; গত ১৬ মে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে 'মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ' ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক শিহাব আহমেদকে 'ফ্যাসিবাদের দোসর' ট্যাগ দিয়ে তার সম্পাদিত আমার বিক্রমপুর অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়ার দাবি তোলা হয়।