ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

‘মিয়ানমার সীমান্তে অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে’

‘মিয়ানমার সীমান্তে অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে’

গ্লোবাল টিভি ছবি

আবদুল হাকিম,  বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে অপরাধ ও চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

মতবিনিময় সভা শেষে স্থানীয় স্কুল, মাদ্রাসা, কিয়াং ঘর এবং খেলার ক্লাবকে উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

বুধবার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড রেজুপাড়া বিওপি সংলগ্ন মাঠে চোরাচালান ও সীমান্তে আইনশৃঙ্খলাবিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকের কুফল, সমাজের ক্ষতিকর প্রভাব এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে দিকনির্দেশনা দেন। একই সীমান্তবর্তী জনসাধারণ যাতে সীমান্ত অপরাধ এবং চোরাচালান থেকে দূরে থাকে, সে বিষয়ে উৎসাহ দেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হায়দার আলী কোম্পানি, বিএনপি নেতা আবদু রহিম ও ৩৪ বিজিবির পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।