ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে ২ জন নিহত

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে ২ জন নিহত

ফাইল ছবি

সোহেল রানা, নীলফামারী : নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন।  আর একজনের অবস্থা আশংকাজনক। বুধবার (২১ মে) দুপুরে সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটাপির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পরিবারের প্রধান শ্বশুর সোলায়মান হুসাইন (৭৫) পরিবারের পুত্রবধূ শাবানা (৩৫) মুমূর্ষু অবস্থায় রয়েছেন স্ত্রী ওয়াতুননেসা (৭০)

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি বসতঘড়ে বাশের খুঁটি লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন সোলাইমান। এসময় তার স্ত্রী ও পুত্রবধূ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলে সোলায়মান ও পুত্রবধূ শাবানা নিহত হন। গুরুতর অবস্থায় ওয়াতুননেসাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।