ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যূ

বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যূ

গ্লোবাল টিভি ছবি

আবু মুসা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যূ হয়েছে। বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের কৃষক আবু বক্করে কন্যা বিথি খাতুন ও তার চাচাতো বোন আরিয়া বুধবার রাত ৭টার দিকে বাড়ির ভেতর ট্যাপে হাত ধোয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেয়াল সংলগ্ন পেয়ারা গাছের ধাক্কায় দেয়ালটি ভেঙে বিথির গায়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শবর্তী বনপাড়া বাইপাসে আমিনা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিথি আগ্রান গণজাগরণ উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। 

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।