ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের ‘নিবেদন’

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের ‘নিবেদন’

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিটিভি চট্টগ্রাম নির্মিত অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নিবেদন’ ব্যাপক প্রশংসা পেয়েছে। অনুষ্ঠানটিতে স্থান পেয়েছে ফেনী জেলার  ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনার নেপথ্যের কারিগরদের অবদান সহ এ জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য। 

এ বিষয়ে অনুষ্ঠানটির প্রযোজক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক মোঃ ঈমাম হোসাইন সাহেব ও  আমাদের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে নোয়াখালী, লক্ষীপুর,চাঁদপুর,কুমিল্লা,ব্রাম্মণবাড়িয়া,চট্টগ্রাম,কক্সবাজারসহ এ অঞ্চলের প্রত্যেকটি জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক এই অনুষ্ঠানটির মাধ্যমে তুলে ধরা হবে।

জানা যায়, নানা সীমাবদ্ধতায় বেশকিছু দিন এই অনুষ্ঠানটি বন্ধ ছিল। তবে বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোঃ ঈমাম হোসাইন দায়িত্ব নেয়ার পর আবার শুরু করেছেন।

অনুষ্ঠানটির উপস্থাপনায় তাহনিয়া ইয়াসমিন ও নেপথ্যে কন্ঠ প্রদান করেন আশিক আরেফিন। 

গত ৬ ও ৭ মে চট্টগ্রাম টেলিভিশনের একটি ধারকদল দুইদিন ফেনী জেলায় অবস্থান করে বিভিন্ন স্থানে জেলার সকল স্তরের শিল্পী ও স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানটি ধারণ করে। সম্পাদনা শেষ করে ১টি পর্ব ১৯ মে রাত ১০টা ২০ মিনিটে প্রথম প্রচারিত হলে সর্বস্তরের দর্শকদের সুনাম কুড়ায়। এই অনুষ্ঠানটি মানসম্পন্ন হওয়ায় ইতোমধ্যে কয়েকবার পুন:প্রচার করা হয়। এর দ্বিতীয় পর্বটি প্রচার করা হবে আগামী ২ জুন।