ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

কান উৎসবে বাংলাদেশি সাংবাদিক শাহরিন জেবিন

কান উৎসবে বাংলাদেশি সাংবাদিক শাহরিন জেবিন

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের সাগরপাড়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে যেমন যোগ দিয়েছেন হলিউড-বলিউডসহ ১৬০টি দেশের শিল্পী-কুশলীরা, তেমনি ১২ দিনের এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে সাগরপাড়ে গিয়েছেন বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা। যেখানে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন, শাহরিন জেবিন। 

চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হিসেবে কানে গিয়েছেন তিনি। জেবিনই প্রথম কোন টেলিভিশন নারী সাংবাদিক, যিনি বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর আসর কান চলচ্চিত্র কাভার করার কৃতিত্ব গড়েছেন। এ নিয়ে অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা নিশ্চয়ই আমার ক্যারিয়ারের জন্য বড় এক সাফল্য। আর এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে, চ্যানেল টোযেন্টিফোর। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তরা
আমাকে যোগ্য মনে করেছেন বলেই, কানের মতো আসরে আমি যোগ দিতে পেরেছি। এ জন্য প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ।

এরই মধ্যে জেবিনের ক্যামেরায় যেমন ধরা পরেছেন হলিউড তারকা টম ক্রুজ, তেমনি সাক্ষাৎকার নিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের। জেবিন বলেন, এ এক অন্যরকম অভিজ্ঞতা। যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিভিন্ন দেশের তারকাদের মিলনমেলা ঘটে ১২ দিনের এই
আয়োজনে। 

এবারের কান আসরে আছে বাংলাদেশের উপস্থিতি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য লড়ছে বাংলাদেশের ছবি আলী। স্বল্পদৈর্ঘ্য যে সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে এবার যোগ দিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক, খাদিজা পারভীন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে অংশ নিয়েছেন তিনি। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর মতো শিল্পী-লেখকদের সাথে বসেছেন তিনি। ১৪ এবং ১৫ মে হয়েছে এই বিভাগের আলোচনা পর্ব। এর পাশাপাশি মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয়েছে, ‘বাঙালি বিলাস’। 

গ্রামের বাড়ি কুষ্টিয়ায় হলেও বাবা নেয়ামত আলি ও মা সাবিনা ইয়াসমিন নিলুর একমাত্র সন্তান শাহরিন মাহফুজা জেবিনের বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা ঢাকা সিটি কলেজে। শিক্ষা জীবনেই অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। শুরুটা এটিএন বাংলায় প্রচারিত বাণিজ্যমেলা প্রতিদিন দিয়ে। এরপর এনটিভিতে প্রেজেন্টার হান্টের সুবাদে চ্যানেলটিতে প্রচারিত শুভ সন্ধ্যা, সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান, গানের লাইভ-সহ একাধিক আয়োজনে দেখা যায় তাকে। পরবর্তীতে যমুনা টেলিভিশনে স্পোর্টস বিভাগের সাথে যুক্ত হন। সেখান থেকে একাত্তর টিভি হয়ে ২০১৯ সালে যোগ দেন চ্যানেল টোয়েন্টিফোরে।