ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফাইল ছবি

রাজীব সরকার, নেত্রকোনা : নেত্রকোনায় বাদামক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোর রাব্বি মিয়া (১৮) সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

বুধবার দুপুরে সাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আবু সিদ্দিক জানান, সকালে বাড়ির সামনের বিলে নিজ জমিতে বাদাম তুলতে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে বাদামক্ষেত থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির কাছাকাছি হঠাৎ বজ্রপাতে আহত হয়। বৃষ্টির পর দুপুর ১২ টায় স্থানীয় লোকজন বাড়ির সামনে জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে  উদ্ধার করে পাশের কলমাকান্দা উপজেলার সিধলী বাজার উপ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনিকভাবে আর্থিক সহযোগিতা করা হবে।