ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

এবার টেস্ট ছাড়লেন কোহলি

এবার টেস্ট ছাড়লেন কোহলি

ফাইল ছবি

গত সপ্তাহে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। এবার সেই পথে হাঁটার ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। আইপিএলের মাঝপথে বোর্ডকে জানান এই সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা নিজেই নিশ্চিত করেছেন ভারত তথা সময়ের অন্যতম সেরা তারকা ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন কোহলি। এবার লাল বলের ক্রিকেটে টানলেন ইতি। ইন্সটাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছি তাও ১৪ বছর হয়েছে। সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।’

সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।

কোহলি লিখেছেন, ‘এই ফরম্যাট ছেড়ে দেয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনও আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব মুখে হাসি থাকবে।’

একই সময়ে দলের দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আর একবার ভেবে দেখার অনুরোধ করেছিল। তবে কোহলি সেই অনুরোধ আমলে নেননি।