ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভিকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে যশোর উপশহর বি ব্লক বাজারের খালপাড় এলাকায় হেলমেট পরিহিত ২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে অভিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ওবাইদুল ইসলাম অভি বুধবার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং -১৯১৮, ২৩-০৪-২০২৫।
সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির সাথে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।