ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

কিশোরগঞ্জে যুক্তরাষ্ট্রপ্রবাসীর পক্ষ থেকে কাপড় বিতরণ

কিশোরগঞ্জে যুক্তরাষ্ট্রপ্রবাসীর পক্ষ থেকে কাপড় বিতরণ

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: সুদূর যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের মানুষের প্রতি বরাবরই হৃদয় থেকে টান অনুভব করেন মিনা ইসলাম। সারাবছর ধরে তিনি এলাকার দরিদ্র মানুষের পাশাপাশি সাধারণ জনগণকে সাহায্য-সহায়তা করেন। ত্যাগ ও সিয়াম সাধনার মাস রমজানে তিনি বেশি পরিমাণে সাহায্য করেন সাধারণ মানুষকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

সোমবার (২৪ মার্চ) নিউইয়র্কপ্রবাসী নজরুল ইসলাম এবং মিনা ইসলাম দম্পতি কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ায় সাধারণ মানুষের মধ্যে কাপড় বিতরণ করেছেন। এর আগে কয়েক দফায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় মিনা ইসলাম কমিউনিটি সেন্টারে এই কর্মসূচী পালন করা হয়। 

দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুরুব্বিদের মাগফেরাত কামনা করা হয়।