গ্লোবাল টিভি ছবি
মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে রোমান নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ফতুল্লা থানাধিন চাঁনমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শ্রমিক লীগের ওই নেতার বিরুদ্ধে একই দিন নীট গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে পথরোধ করে হেনস্তা করারও অভিযোগ রয়েছে।
সদর উপজেলার ফতুল্লা থানাধিন দাপা এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রোমান গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামি বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফতুল্লার বিতর্কিত চাঁদাবাজ শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের সহযোগী শ্রমিক লীগ নেতা রোমানের নেতৃত্বে দেড় থেকে ২০০ শ্রমিক জেলা প্রশাসক কার্যালয়ে এসে বিক্ষোভ করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘অবন্তী কালার টেক্সের (ক্রোনী গ্রুপ) ১৫০০ শ্রমিকের অবৈধভাবে চাকরিচ্যুত করা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দাও।’
এদিকে, ক্রোনী গ্রুপের শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি ও চেয়ারম্যান নীলা জাহানসহ কোম্পানির সিইও হুমায়ুনকে দ্রুত গ্রেপ্তার করে পাওনাসহ ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শ্রমিকদের বিক্ষোভ চলাকালে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সভা শেষে বের হন। এ সময় ওই শ্রমিক লীগ নেতা রোমানের নেতৃত্বে বিক্ষুব্ধ শ্রমিকরা তার পথরোধ করে হইহুল্লোড় করতে থাকেন। এক পর্যায়ে হাতেমের গাড়ি থামিয়ে তাকে হেনস্তার চেষ্টা করা হয়।
তখন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের শান্ত করে তাদের দাবি শোনেন এবং পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দেখে কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করেন শ্রমিক লীগ নেতা রোমান। সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে রোমান বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন।
এ বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিক লীগ নেতার ইন্ধনে শ্রমিক অসন্তোষের চেষ্টা করা হয়েছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি ঈদের আগেই শান্তিপূর্ণ পরিবেশে সব কারখানার শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে। আশা করি গত বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে শ্রমিকরা ঈদ করবেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, রোমানের বিরুদ্ধে গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।