ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

বৈষম্যমূলক নীতির কারণে ইসলামবিদ্বেষ বাড়ছে : গুতেরেস

বৈষম্যমূলক নীতির কারণে ইসলামবিদ্বেষ বাড়ছে : গুতেরেস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

১৫ মার্চ রবিবার ইসলামোফোবিয়া বিরোধী দিবস। এ উপলক্ষ্যে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেয়া এক ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিমবিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

সকলকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি অবশ্যই রোধ করতে হবে।