গ্লোবাল টিভি ছবি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় গত ১৩ মার্চ রাতে সাংবাদিক দিপার বাসায় চুরি হয়েছে, চোরকে আটক করার ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার তথ্য সংগ্রহ করেত যাওয়া কয়েকেজন স্থানীয় সাংবাদিক বলেন, সেখানে গিয়ে দেখি প্রায় দুইশ ছাত্র-জনতা উপস্থিত। তাদের অেনেকের ভাষ্য, সবুজ মিয়া (৩০) নামে একজন (সেনেটারী দোকানে কর্মরত) তার বন্ধু জুয়েলের মাধ্যমে এখানে আসেন অনৈতিক কাজ করতে। কিন্তু তার বন্ধু জুয়েল তাকে রেখে পালিয়ে যায়। কিন্তু সাংবাদিক দিপার দাবি, সে এ বাসায় চুরি করতে এসেছে, তাকে জনতা আটক করেছে। আর ছাত্রদের দাবি, এখানে অনৈতিক কর্মকান্ড চালাতে এসেছে সবুজ। কিন্তু সবুজের বন্ধু জুয়েল পালিয়ে যাওয়ায় সে অোটকা পড়েছে।
এদিকে, সাংবাদিক মনিরুল ইসলামের দাবি, তিনি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে সেখান থেকে সাংবাদিক মনিরুল ইসলামসহ সবাইকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিনুর আলম জানান, ছাত্র ও সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে থানা থেকে চলে যায়।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, চুরির সংবাদ শুনে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তথ্য সংগ্রহ করতে গেলে উত্তেজিত ছাত্র-জনতা চিনতে না পারায় তাদের কথা কাটাকাটি হয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে, এতে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।