ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

আড়াইহাজারে দুর্ঘটনায় পুলিশের টহল গাড়ি: আহত ৭

আড়াইহাজারে দুর্ঘটনায় পুলিশের টহল গাড়ি:  আহত ৭

সংগৃহীত ছবি

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টহল ডিউটির সময় পুলিশের গাড়ি দুর্ঘটনায় এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে জখম হয়।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বগাদী এলাকায় তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং পুলিশ সদস্যরা আহত হন।

আড়াইহাজার থানার আরেকটি টহলদল আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।