ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

হিলি প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

হিলি প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

গ্লোবাল টিভি ছবি

মো. লুৎফর রহমান হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে মরহুম সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার হিলি প্রেসক্লাবের উদ্যোগে হিলি চারমাথা মোড়ে সংগঠনটি অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামির আমীর আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি  শাহিনুর ইসলাম,  সহসভাপতি এরফান আলী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সুজন মিয়া, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)  জাহাঙ্গীর আলম, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামায়াতের ইসলামির আমীর আমিনুল ইসলাম।