ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আটক ২

রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আটক ২

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আমির হামজা (২০) ও মোঃ হামিম (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে তাদের  আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও  ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত আমির হামজা (২০) মুড়াপাড়া ইউনিয়নের ব্রামনগাঁও এলাকার আনোয়ার হোসেন ও মোঃ হামিম (২৪) একই এলাকার  মৃত হজরত আলীর ছেলে।