গ্লোবাল টিভি ছবি
রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ২০ জুলাই ২৪-এ পুলিশের গুলিতে ঢাকায় নিহত শহীদ নুর আলমের পূত্র সন্তান তার বাবাকে দেখতে পায়নি। জন্মের ২ মাস আগে তার পিতা শহীদ হন। স্বামীর মৃত্যুর পর নুর আলমের অসহায় স্ত্রী খাদিজা বেগম সন্তানকে নিয়ে তার স্বামীর ভিটেমাটি থাকার আশ্রয়টুকুও হারান।
এ অবস্থায় এগিয়ে এসেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহঃ রাশেদুল ইসলাম। খাদিজাকে মেয়েদের হোস্টেলে কাজের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর মুন্সিপাড়া এলাকায় অসহায় কৃষক বাবার বাড়িতে সন্তানকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে থাকেন খাদিজা বেগম। এর মধ্যে জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসক নুসরাত সুলতানা, উপজেলা প্রশাসন ও ব্যক্তি পর্যায়ে তার জন্য যথাসাধ্য সাহায্য প্রদান করেন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহঃ রাশেদুল ইসলাম মঙ্গলবার খাদিজা বেগমকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে তার পুত্র সন্তানকে কোলে তুলে নেন। ভাইস চ্যান্সেলর তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।