ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

সরিষাবাড়িতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রের মৃত্যু

সরিষাবাড়িতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রের মৃত্যু

সংগৃহীত ছবি

ফিরোজ শাহ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার ছাতারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

স্কুলসূত্র জানায়, শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিকের বাস। সাড়ে ৮টার দিকে ছাতারিয়া মোড়ে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পথের পাশে থাকা একটি গাছে সজোরে আঘাত হানে বাসটি। এতে রাশেদুল গুরুতর আহত হয়। তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।