ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

মোদির সাথে বৈঠকের পর বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

মোদির সাথে বৈঠকের পর বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন তারা। 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আমরা জানি, বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট জড়িত ছিল। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?  

ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনও ভূমিকা ছিল না। বাংলাদেশের এই প্রসঙ্গ আমি ভারতয়ি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিলাম।