ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

ছাত্র-জনতার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

ছাত্র-জনতার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

গ্লোবাল টিভি ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলার ঘটনায় অর্থদাতা ও ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ' ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটি কেরানীগঞ্জের সদস্য সায়মন চৌধুরীসহ স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কদমতলি ও ঘাটার চর এলাকায় হামলার মূল অর্থদাতা ও পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, হর্কাস লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং কালিন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিউল্লাহ শিমুল। বক্তারা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।