ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় চান্দগাঁও থানায় এক ছাত্র নিহতের ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা আছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হবে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে ছাত্রসহ মোট ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক শতাধিক ছাত্র- জনতা।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম এর আগে ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।