ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

নোয়াখালীর নামে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীতে মানববন্ধন

নোয়াখালীর নামে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীতে মানববন্ধন

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক : ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে সম্মিলিত নোয়াখালীবাসী ।

কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের কুমিল্লাকে বিভাগ গঠনের সুপারিশসহ সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বক্তব্য দেন। নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করে ঘরে ফিরবেন না বলে হুশিয়ারি দেন তিনি। 

আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা.আব্দুজ জাহের, ঢাকাস্থ ফরাজি হাসপাতালের এমডি ডা. মোক্তার হোসাইন,আজাদ আর্ট হলের সিইও জাফর আহমেদ,নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সা: সম্পাদক এম,এইচ রহমান ফুয়াদ,এডভোকেট মো: আনোয়ার হোসেন, ফেনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক কায়সার হামিদ মুন্না, ঢাকা উত্তর  ছাত্রদলের সভাপতি ইমরান সনি, গনঅধিকার পরিষদের ঢাকা উত্তরের সভাপতি মো কামাল উদ্দিন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সমন্বয়ক শাহ জালাল, বিভাগ আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম দাউদ,সাজ্জাদ হোসেন, খোরশেদ আলম।